পীরগঞ্জে রাতের আধারে ৪০০-টি ইউক্লিপ্টাস গাছ ভেঙ্গে দিল দুবৃর্ত্তরা 121 0
পীরগঞ্জে রাতের আধারে ৪০০টি ইউক্লিপ্টাস গাছ ভেঙ্গে দিল দুবৃর্ত্তরা
মোস্তফা মিয়া,পীরগঞ্জ (রংপুর) থেকে :
রংপুরের পীরগঞ্জে রাতের আধারে ৪০০টি ইউক্লিপ্টাস গাছের চারা ভেঙ্গে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনাটি উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বাঁশপুকুরিয়া শালপাড়া গ্রামে ঘটেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়,বাঁশপুকুরিয়া শালপাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে রন্জু মিয়া দীর্ঘদিন থেকে ঐ জমিতে আমের বাগান করে আসছিলেন। আমের ভালো ফলন না পাওয়ায় বাগান কেটে ফেলে গত দু’মাস আগে ঐ জমিতে ৪০০টি ইউক্লিপ্টাস গাছ রোপন করেন। শনিবার দিবাগত রাতের আধারে কে বা কাহারা রোপনকৃত গাছগুলি ভেঙ্গে দিয়েছে। তবে যে ঘটনাটি ঘটিয়েছে খুবই দুঃখ জনক। সুষ্ঠতদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে ঐ জমির মালিক রন্জু মিয়া জানান,এলাকায় কারো সাথে আমার কোন শত্রুতা নেই। কি কারনে এ গাছগুলো ভেঙ্গে ফেলা হয়েছে তা আমি বুঝে উঠতে পারছি না।
উল্লেখ্য,ঐ এলাকায় গত কয়েকদিন আগেও এরকম গাছ ভেঙ্গে ফেলার ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে এলাকাবাসী খুবই চিন্তিত। অভিলম্বে দুষিদের খুজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।